Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

প্রথম প্রস্তাবঃ বিগত সভার প্রস্বাবাদী পাট করে শুনানো হয় এবং সবর্সম্মতিক্রমে অনুমোদন করা হয়| এপিল/১৪ইং মাসের আয়/ব্যয় উপস্থিত চেয়ারম্যন ও ইউপি সদস্যমধ্য হইতে  ট্রেডলাইসেন্স বইয়ের মুড়ি, বিবিধ আদায়ের বই ও রশিদ এবং দৈনিক আয়-ব্যয় বইয়ের পাতায় পাতায় তদন্ত করেন। তদন্তে প্রমাণিত হয় এপিল/১৪ইং আয় ব্যয়্ সৈঠিক বলিয়া প্রমাণিত হয়। এবং আনুমোদন দেওয়া হয়।

 

দ্বিতীয় প্রস্তাবঃ তথ্য সেবা U.I.S.C প্রসংগে। অদ্যকার সভায় তথ্য সেবা U.I.S.C উদোক্তার সম্মতি পরিষদে দীঘক্ষণ আলাপ আলোচনার করা হয়। সচিব সভাকে অবগত করেন যে, উত্তরাধিকারী প্রিন্টের কাজ, জন্ম সনদেন প্রিন্টের কাজ তাহাদের খরছের টাকা তথ্য সেবা রাখবে। অফিস তথ্য সেবাকে পরীশোদ করবে না। এই ব্যপারে U.I.S.C উদ্যোক্তাকে নিয়ে রোযা মাসে মিটিং করার সিদ্ধান্ত ব্যাহত হয়।