হাটবাজরের তালিকা
১। লালা বাজার
২। নাজির বাজার
৩। ঈদগাহ বাজার
৪। পরগনা বাজার
৫। বিবিদইল বাজার
৬। বাবুর বাজার
# লালাবাজার
লালাবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজার খুব জমজমাট লোকারণ্য হয়।এই বাজার কালের স্বাক্ষি হয়ে রয়েছে।
বাজারের অবস্থানঃ-উত্তরে লালারগাঁও ও বনগাঁও, দক্ষিননে নাজিরগাঁও ও খালপার, পূবে হিলু ও ফুলদি, পশ্চিমে ভালকী। বাজারের পাশ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক।
বাজারটিতে প্রায় ৫০০টির ও বেশি দোকান রয়েছে।এগুলোর মধ্যে বেশীর ভাগ মুদির দোকান, চা-ষ্টল রয়েছে। এছাড়াও দর্জি, ষ্টেশানরী, অগ্রনী ব্যাংক, আশা ব্যাংক, পুবালী ব্যাংক, ও বিভিন্ন অনলাইন ব্যাংকের এটিএমবুথ আরোও অন্যান্য প্রতিষ্টান রয়েছে। প্রতিদিন বিকাল বেলা লোক সমাগম হয়। মাছ ও তরি-তরকারী নিয়ে আসে অনেক বিক্রেতা, খদ্দের ও আসে অনেক।
যোগাযোগঃ-সিলেট শহর থেকে মাত্র ৭ কি:মি: দুরত্বে এই বাজার। খুব সহজে পাকা রাস্তায় যেকোন ধরনের গাড়িতে করে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস