০৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ ,দক্ষিণ সুরমা , সিলেট ।
অত্র ইউনিয়ন পরিষদ সিলেট জেলার ইউনিয়ন পরিষদের মধ্যে অন্যতম। অত্র পরিষদ সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হইতে প্রায় ১২ কি.মি দুরে বিশ্বরোডর এর পাশে লালাবাজার নামক স্থানে অবস্থিত । অত্র পরিষদ দেখতে খুবই সুন্দর । পরিষদের ৫০ একর ভূমির মধ্যে অবস্থিত । উক্ত পরিষদ কমপেস্নক্স ২০০৭-২০০৮ অর্থ বছরে নির্মাণ হয়। অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রনালয় । উক্ত ভবন নির্মাণে ব্যয় হয় ৪৫,০০০/- লক্ষ টাকা। পরিষদ কমপেস্নক্স এর মধ্যে ১৫ টি কক্ষ আছে। কমপেস্নক্সের মধ্যে হল রোম , গ্রাম-আদালত একজন চেয়ারম্যান , সচিব, সদস্যদের কক্ষ , ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, কৃষি তথ্য ও পরামর্শ অফিস ,মৎস্য তথ্য ও পরামর্শ অফিস,মৎস্য ও পানি সম্পদ অফিস মডেল রিসোর্স সেন্টার কাম উপজেলা অফিস, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর অফিস,আনছার ভিডিপি অফিস সহ সুবিশাল মাঠ আছে। পরিষদের ভূমির জায়গায় অবস্থিত লালাবাজার ইউনিয়ন ভূমি অফিস, পোষ্ট অফিস অবস্থিত। পরিষদের পার্শে অবস্থিত ঐতিহ্যবাহি লালাবাজার আলিম মাদ্রাসা ও লালাবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ , গাজী টিলা, এবং লালাবাজার শাহী ঈদগাহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস