Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ
স্থান
লালাবাজার বাজারের দক্ষিণে আবস্থিত ০৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ।
কিভাবে যাওয়া যায়
অত্র পরিষদ সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হইতে প্রায় ১২ কি.মি দুরে বিশ্বরোডর এর পাশে লালাবাজার নামক স্থানে অবস্থিত । দক্ষিণ সুরমা পুরান পুলের মুখ হইতে ভুয়ারপাম্প থেকে সিএনজি দিয়ে ১৫ টাকার ভাড়া দিয়ে ০৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ আসাযায়।
বিস্তারিত

০৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ ,দক্ষিণ সুরমা , সিলেট ।

অত্র ইউনিয়ন পরিষদ সিলেট জেলার ইউনিয়ন পরিষদের মধ্যে অন্যতম। অত্র পরিষদ সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হইতে প্রায় ১২ কি.মি দুরে বিশ্বরোডর এর পাশে লালাবাজার নামক স্থানে অবস্থিত । অত্র পরিষদ দেখতে খুবই সুন্দর । পরিষদের ৫০ একর ভূমির মধ্যে অবস্থিত । উক্ত পরিষদ কমপেস্নক্স ২০০৭-২০০৮ অর্থ বছরে নির্মাণ হয়। অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রনালয় । উক্ত ভবন নির্মাণে ব্যয় হয় ৪৫,০০০/- লক্ষ টাকা। পরিষদ কমপেস্নক্স এর মধ্যে ১৫ টি কক্ষ আছে। কমপেস্নক্সের মধ্যে হল রোম , গ্রাম-আদালত একজন চেয়ারম্যান , সচিব, সদস্যদের  ক্ষ , ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, কৃষি তথ্য ও পরামর্শ অফিস ,মৎস্য তথ্য ও পরামর্শ অফিস,মৎস্য ও পানি সম্পদ অফিস মডেল রিসোর্স সেন্টার কাম উপজেলা অফিস, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর অফিস,আনছার ভিডিপি অফিস সহ সুবিশাল মাঠ আছে। পরিষদের ভূমির জায়গায় অবস্থিত লালাবাজার ইউনিয়ন ভূমি অফিস, পোষ্ট অফিস অবস্থিত। পরিষদের পার্শে অবস্থিত ঐতিহ্যবাহি লালাবাজার আলিম মাদ্রাসা ও লালাবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ , গাজী টিলা, এবং লালাবাজার শাহী ঈদগাহ।