Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাটবাজারের তালিকা

হাটবাজরের তালিকা

১। লালা বাজার

২। নাজির বাজার

৩। ঈদগাহ বাজার

৪। পরগনা বাজার

৫। বিবিদইল বাজার

৬। বাবুর বাজার

 

# লালাবাজার

লালাবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজার খুব জমজমাট লোকারণ্য হয়।এই বাজার কালের স্বাক্ষি হয়ে রয়েছে।

বাজারের অবস্থানঃ-উত্তরে লালারগাঁও ও বনগাঁও, দক্ষিননে নাজিরগাঁও ও খালপার, পূবে হিলু ও ফুলদি, পশ্চিমে ভালকী। বাজারের পাশ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক।

বাজারটিতে প্রায় ৫০০টির ও বেশি দোকান রয়েছে।এগুলোর মধ্যে বেশীর ভাগ মুদির দোকান, চা-ষ্টল রয়েছে। এছাড়াও দর্জি, ষ্টেশানরী, অগ্রনী ব্যাংক, আশা ব্যাংক, পুবালী ব্যাংক, ও বিভিন্ন অনলাইন ব্যাংকের এটিএমবুথ আরোও অন্যান্য প্রতিষ্টান রয়েছে। প্রতিদিন বিকাল বেলা লোক সমাগম হয়। মাছ ও তরি-তরকারী নিয়ে আসে অনেক বিক্রেতা, খদ্দের ও আসে অনেক।

যোগাযোগঃ-সিলেট শহর থেকে মাত্র ৭ কি:মি: দুরত্বে এই বাজার। খুব সহজে পাকা রাস্তায় যেকোন ধরনের গাড়িতে করে যাতায়াত করা যায়।