Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

অত্র ইউনিয়নের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট সংযুক্ত করে দেওয়া হলো।

অদ্য ০৫/০৬/২০১৬ ইং রোজ রবি বার সকাল ১১.৩০ ঘটিকার ২নং বরইকান্দি  ইউ/পি কার্যালয়ের সভা কক্ষে ২০১৬-২০১৭ অর্থ বছরের ‘‘উন্মুক্ত বাজেট সভা’’ অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিতব করেন জনাব আলহাজব হাবিব হোসেন চেয়ারম্যান ২নং বরইকান্দি ইউ/পি, দক্ষিন সুরমা, সিলেট। প্রধান অতিথি জনাব শাহেদ মোস্তফা উপজেলা নির্বাহী অফিসার দক্ষিন সুরমা , সিলেট।

আলোচ্য সূচিঃ

১. ২০১৫-২০১৬ অর্থ বছরের  আয় ব্যায় এর  হিসাব প্রদান ।

২. ২০১৬-২০১৭ অর্থ বছরের উম্মুক্ত বাজেট পেশ ও অনুমোদন ।

৩. বিবিধ।

পবিত্র কোরআন তেলা্ওয়াতের মাধ্যমে সভার কাজ আরম্ভ হয়।

বাজেট অধিবেশনে উপস্থিত আমন্ত্রিত সকল মহলকে শুভেচ্ছা জানিয়ে সাম্প্রতিক প্রাক-বাজেট আলোচনার আলোকে গৃহীত ২০১৬-২০১৭ইং অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজট ১ম খন্ডে (ইউ/পি ফরম-ক) ২০১৫-২০১৬ অর্থ বছরের সংশোধিত বাজেটএবং ২০১৪-২০১৫ইং অর্থ বছরের প্রকৃত বাজেটসহ নিম্নোক্ত প্রস্তাবলী অনুসারের কর ও ফি আরোপসহ এলজি, এস, পি কর্মসূচি এবং ১% রাজস্ব খাত ও অন্যান্য খাতের আওতায় ২০১৬-২০১৭ হতে ২০২০-২০২১ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ন ঘোষনা করা হলো।

প্রস্তাবিত আরোপিত কর ফি এবং এলজি,এস,পি আওতায় পরিকল্পনা প্রনয়ন।

(ক) বার্ষিক মূল্যের উপর ৭% কর আরোপ।

অথবা বসত বাড়ির উপর কর বিধি মোতাবেক/ ইউ/পি হার বেটনের ঘর ১০০/=।, আদাপাকা/পাকা দালান ২০০

 (খ) বিধি মোতাবেক প্রাঢ়েযাজ্য ক্ষেত্রে নিবন্ধন ফি আদায়যোগ্য।

(গ) ব্যবসায়ী লাইসেন্স ব্যবসার ধরন অনুযায়ী (১৫%ভ্যাট)সর্বনিম্ন ৮০০ টাকা এবং সর্বোচ্চ সরকারি বিধি মোতাবেক আদায়যোগ্য। 

(ঘ) উত্তোরাধিকারী সনদ বাবত ৪০০ টাকা হারে আদায়যোগ্য।

(ঙ) স্থানীয় রিক্সা, ভ্যান, আদর্শ কর অনুযায়ী আদায়যোগ্য।

 (জ) ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা এল,জি,এস পি সংযোজিত এবং পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব অনুমোদিত করা হয়।

বাজেট অধিবেশনের সভাপতি সাহেব সমাপনী বক্তব্যের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করণে সরকারের পাশাপাশি স্থানীয় রাজস্ব প্রদানে জনগনের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও কার্যকর পরিষদ উপহার প্রদান করতে পারে। সরকারের সার্বজনিন জনম নিবন্ধন কার্যক্রম এবং ২০১৬-২০১৭ইং অর্থ বছরের মধ্যে শতভাগ স্যানিটেশন মুক্ত ইউনিয়ন ঘোষণায় বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।

সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে উম্মুক্ত বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।